শুক্রবার ঢাকাসহ দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র হূদয় ভাঙা ঢেউ। পরিচালনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। ছবিতে অভিনয় করেছেন বর্ষা। কথা হলো তাঁর সঙ্গে।
আপনি তো সম্প্রতি স্পেন গিয়েছিলেন। এই স্পেন সফর কেমন হলো?
খুব ভালো। বার্সেলোনা শহরে গিয়েছি। সঙ্গে ছিলেন আমার স্বামী অনন্ত। এখানে বাড়িগুলো দেখে মনে হয়েছে, যেন ডায়মন্ডের পাত দিয়ে নির্মাণ করা। স্টেডিয়ামে বসে বার্সেলোনার খেলা দেখেছি। স্টেডিয়ামটা অনেক বড়। গোল হওয়ার পর সমর্থকদের যে কী আনন্দ—বিশাল স্টেডিয়ামে সে এক অভূতপূর্ব দৃশ্য। আবারও যাওয়ার ইচ্ছা আছে। এবার যাব মাদ্রিদ।
‘হূদয় ভাঙা ঢেউ’ ছবিটি মুক্তি পেয়েছে। আপনি তো এই ছবিতে অভিনয় করেছেন।
হূদয় ভাঙা ঢেউ আমার দ্বিতীয় ছবি। রোমান্টিক অ্যাকশন ধাঁচের ছবি। আমি মনে করি, দর্শক ছবিটি দেখে মুগ্ধ হবেন। ঢাকার বাইরে কিছু প্রেক্ষাগৃহে ছবিটি বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে। শুনেছি, সেসব প্রেক্ষাগৃহে নাকি ভালো দর্শক সমাগম হচ্ছে।
ছবিতে আপনার অভিনীত চরিত্রটি নিয়ে বলুন।
আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বখাটেরা আমাকে বিরক্ত করে। আইনের আশ্রয় নিতে চাইলে বখাটেরা বাবাকে হত্যা করে। বখাটেদের হাত থেকে বাঁচার জন্য সাগরে ঝাঁপ দিই। এরপর অচেতন অবস্থায় আমাকে একটি দ্বীপে পাওয়া যায়। সেখান থেকে আমাকে উদ্ধার করে অনন্ত। এরপর শুরু হয় অন্য গল্প।
আপনার অন্য ছবিগুলোর কী খবর?
মোস্ট ওয়েলকাম ছবির শুটিং শেষ হয়েছে। এ ছবিতে আমি বলিউডের স্নেহা উলালের সঙ্গে অভিনয় করেছি। ছবিতে আরও আছেন অনন্ত। দেশে ও ব্যাংককে ছবিটির শুটিং হয়েছে। এখন ডাবিং আর আবহসংগীতের কাজ চলছে।
আপনি তো সম্প্রতি স্পেন গিয়েছিলেন। এই স্পেন সফর কেমন হলো?
খুব ভালো। বার্সেলোনা শহরে গিয়েছি। সঙ্গে ছিলেন আমার স্বামী অনন্ত। এখানে বাড়িগুলো দেখে মনে হয়েছে, যেন ডায়মন্ডের পাত দিয়ে নির্মাণ করা। স্টেডিয়ামে বসে বার্সেলোনার খেলা দেখেছি। স্টেডিয়ামটা অনেক বড়। গোল হওয়ার পর সমর্থকদের যে কী আনন্দ—বিশাল স্টেডিয়ামে সে এক অভূতপূর্ব দৃশ্য। আবারও যাওয়ার ইচ্ছা আছে। এবার যাব মাদ্রিদ।
‘হূদয় ভাঙা ঢেউ’ ছবিটি মুক্তি পেয়েছে। আপনি তো এই ছবিতে অভিনয় করেছেন।
হূদয় ভাঙা ঢেউ আমার দ্বিতীয় ছবি। রোমান্টিক অ্যাকশন ধাঁচের ছবি। আমি মনে করি, দর্শক ছবিটি দেখে মুগ্ধ হবেন। ঢাকার বাইরে কিছু প্রেক্ষাগৃহে ছবিটি বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে। শুনেছি, সেসব প্রেক্ষাগৃহে নাকি ভালো দর্শক সমাগম হচ্ছে।
ছবিতে আপনার অভিনীত চরিত্রটি নিয়ে বলুন।
আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বখাটেরা আমাকে বিরক্ত করে। আইনের আশ্রয় নিতে চাইলে বখাটেরা বাবাকে হত্যা করে। বখাটেদের হাত থেকে বাঁচার জন্য সাগরে ঝাঁপ দিই। এরপর অচেতন অবস্থায় আমাকে একটি দ্বীপে পাওয়া যায়। সেখান থেকে আমাকে উদ্ধার করে অনন্ত। এরপর শুরু হয় অন্য গল্প।
আপনার অন্য ছবিগুলোর কী খবর?
মোস্ট ওয়েলকাম ছবির শুটিং শেষ হয়েছে। এ ছবিতে আমি বলিউডের স্নেহা উলালের সঙ্গে অভিনয় করেছি। ছবিতে আরও আছেন অনন্ত। দেশে ও ব্যাংককে ছবিটির শুটিং হয়েছে। এখন ডাবিং আর আবহসংগীতের কাজ চলছে।
উত্তরমুছুনI needed to thank you for this good read!! I definitely enjoyed every little bit of it.
Rose day messages
Valentine Day Message
Propose Day message
Hug Day Messages
Chocolate Day Chocolate
Teddy day
valentines day status
Rose day message